‘বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নের মাধ্যমে দেশ ও জনগণের জন্য কাজ করছে। অথচ বিএনপি বলে আসছে বর্তমান সরকার মেগা প্রকল্পগুলোতে চুরি করেছে। আসলে চুরি বর্তমান আওয়ামী লীগ সরকার নয়, চুরি করেছে বিএনপি সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে এখন তারা ঈর্ষান্বিত। বিএনপি এখন কি করবে তা বুঝতে না পেরে উল্টাপাল্টা কথা বলছে।’
শনিবার (৯ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। মেহেরপুর শহরের শামসুজ্জোহা পার্কের মাঠে এই ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
বি এম মোজাম্মেল হক বলেন, ‘স্বাধীনতা বিরোধী দল হল বিএনপি। জিয়াউর রহমান খুনি ও তার সন্তান তারেক রহমান চোর। ইতোমধ্যে তারেক রহমানের পাচারকৃত অর্থের মধ্যে প্রায় ২০ কোটি টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসেছে বর্তমান সরকার।’
খালেদা জিয়াকে চোর আখ্যায়িত করে তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তার দুই সন্তান যে বিদেশে টাকা পাচার করেছে আজ তা প্রমাণিত। তারপরও মির্জা ফখরুল প্রতিনিয়ত মিথ্যাচার করছেন।’
আওয়ামী লীগ ত্যাগ ও সংযমের দল বলেও উল্লেখ করেন প্রধান অতিথি বি এম মোজাম্মেল হক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা ও অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বিশেষ অতিথিরা।
এর আগে বিকেল ৩টায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলনের সভাপতি স্বাগত বক্তব্য দেন। পরে সভার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। সেজন্য দলের নেতাকর্মীরা সর্বদা কাজ করে যাচ্ছে।’
পরে একে একে স্থানীয় নেতারা বক্তব্য দেন। সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক যুব লীগ নেতা নিশান সাবের।
সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
মূলত কাউন্সিলরদের নিয়ে আগামী তিন বছরের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন কেন্দ্রীয় কিমিটির নেতারা। এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।