logo
আপডেট : ১০ এপ্রিল, ২০২২ ১৪:৩০
জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি

জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে।

মোশাহিদ মিয়া ওই গ্রামের সবুর মিয়ার ছেলে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সবুর মিয়া ও গ্রামের কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের দোকান দেন। তিনদিন আগে দোকানের হিসাব নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

রোববার সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এ সময় কাদির মিয়ার লোকজন তাকে মারধর করে। এ খবর সবুর মিয়ার লোজজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদের মৃত্যু হয়। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন।

খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

পলাশ রঞ্জন আরো জানান, মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।