logo
আপডেট : ১০ এপ্রিল, ২০২২ ১৯:৫৬
আলো বিভ্রাটে আহত মিরাজ
ক্রীড়া প্রতিবেদক

আলো বিভ্রাটে আহত মিরাজ

এমনটি সাধারণত কমই দেখা যায়। অন্যমনষ্ক হলে ভিন্ন কথা। তবে মিরাজকে দেখে তা মনে হয়নি। সিøপে সহজ ক্যাচ। কিন্তু বলের দিকে তার নজরই ছিল না। চোখ ছিল অন্যদিকে। বল পেটে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভার করতে আসেন বাংলাদেশের এবাদত হোসেন। দ্বিতীয় বলে প্রোটিয়া ওপেনার সারেল আরউই ক্যাচ দেন সিøপে। মিরাজের দিকে বল গেলেও দেখতে পাননি তিনি। বল গিয়ে লাগে মিরাজের পেটে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। একটু পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।

সাধারণ উচ্চতায় বল এলেও দেখতে পাননি মিরাজ। কেন বল দেখতে পারলেন না? ক্রিকবাজ জানাচ্ছে, লাইটের কারণে হতে পারে এমনটি। ক্রিকইনফো বলছে, বলটা ক্যাচ ধরার উচ্চতায় থাকলেও ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্যা হতে পারে মিরাজের। প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে থাকার পর ইনিংসের চতুর্থ ওভার শেষে তিনি ফিল্ডিং করতে নামেন। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার হাত মেলান মিরাজের সঙ্গে।