logo
আপডেট : ১১ এপ্রিল, ২০২২ ১১:২৮
পদ্মা অয়েলের নগদ লভ্যাংশ বিও হিসাবে
নিজস্ব প্রতিবেদক

পদ্মা অয়েলের নগদ লভ্যাংশ বিও হিসাবে

ডিএসইর লোগো

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সন্তোষজনক লভ্যাংশ পাওয়ায় খুশি পদ্মা অয়েলের শেরারহোল্ডররা। কারণ বেশিরভাগ বিনিয়োগকারীই বোনাসের চেয়ে নগদ লভ্যাংশ পছন্দ করেন।