logo
আপডেট : ১১ এপ্রিল, ২০২২ ১৭:১৫
প্রথমবারের মতো বার্নাব্যুতে চেলসি
ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো বার্নাব্যুতে চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুনতে একটু অন্যরকম শোনালেও এটাই সত্যি যে, ঐতিহাসিক বার্নাব্যু স্টেডিয়ামে এই প্রথম চেলসি খেলতে নামছে। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদ-চেলসি মুখোমুখি হয়েছিল। তবে কোয়ার্টার ফাইনালে নয়, সেমিফাইনালে। তবে রিয়ালের হোম ম্যাচটি বার্নাব্যুতে নয়, হয়েছিল আলফ্রেডো ডি স্তেফানোতো। ইউরোপের বড় দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু চেলসি বার্নাব্যু স্টেডিয়ামে খেলেনি।

ঐতিহাসিক বার্নাব্যুতে চেলসি এমন একসময় প্রথমবার খেলতে যাচ্ছে, যখন তাদের মানসিক অবস্থা মোটেও ভালো নয়। প্রথম লেগের ফল তাদের সব আনন্দ কেড়ে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখলেও প্রথম লেগে বড় ধাক্কা হজম করতে হয়েছিল তাদের। সে ম্যাচে ১-৩ গোলে হেরেছিল তারা। এ ম্যাচটি চেলসির জন্য অ্যাওয়ে হওয়ায় তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিক চেলসিকে উড়িয়ে দিয়েছিল। রোববারের ম্যাচে ওই হারকে পেছনে ফেলে সেমিফাইনালে জায়গা করতে নিতে চেলসিকে অসম্ভবকে সম্ভব করতে হবে। এমন কীর্তি আছে শুধু আয়াক্সের। ২০১৮-১৯ মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালকে ৪-১ গোলে হারিয়ে আয়াক্স পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছিল। ইউরো ফুটবলের বড় দলগুলো বার্নাব্যুতে সবসময় যথেষ্ট ভুগতে হয়। এমনকি বায়ার্ন মিউনিখও ব্যতিক্রম নয়। স্পেনের রাজধানীতে বায়ার্ন মিউনিখ এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৩ বার মুখোমুখি হয়েছে। তবে তাদেরও সাফল্য হাতে গোনা। মাত্র দুবার রিয়াল মাদ্রিদ থেকে সাফল্য নিয়ে ফিরতে পেরেছে বায়ার্ন মিউনিখ। ২০০০ ও ২০০১ সালে জয় পেয়েছিল তারা। তবে জুভেন্তাসের সাফল্য বায়ার্ন মিউনিখকেও ছাড়িয়ে গেছে। জুভেন্তাস ৯ বার স্পেনে খেলে তিনবার জয় পেয়েছে।

মাদ্রিদে বড় দলগুলোর সাফল্য কম হলেও অভিষেক আসরে একাধিক দল সাফল্য পেয়েছে। প্রথমবারেই লিভারপুল, আর্সেনাল, প্যারিস সেন্ট জার্মেই ও জুভেন্টাস জয় পেয়েছিল। চেলসিও তাদের তালিকায় নাম লেখাতে পারে। কেননা রিয়াল মাদ্রিদের জন্য চেলসি একটু বেশি কঠিন প্রতিপক্ষ। এবারের প্রথম লেগের আগে রিয়াল মাত্র একবার চেলসির বিপক্ষে জয় পেয়েছে। ২০১৩ সালে এক প্রদর্শনী ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জয় পেয়েছিল। রিয়ালের বিপক্ষে চেলসির সাফল্য ঈর্ষণীয়। এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের আগে তারা পাঁচবার মুখোমুখি হয়েছে। পাঁচবারই চেলসি জয় পেয়েছে। ১৯৭১ সালে ইউরোপিয়ান কাপ উইনার্সের দুই লেগের ফাইনালেই জয় পেয়েছিল চেলসি। ১৯৮৮ সালের সুপার কাপেও হতাশ হতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। গত বছরের সেমিফাইনালে ম্যাচেও রিয়াল মাদ্রিদ তাদের ভাগ্য পরিবর্তন আনতে পারেনি। এবার চেলসির মাঠের বাইরের সমস্যা যখন প্রকট হয়ে উঠেছে, ঠিক তখনই রিয়াল মাদ্রিদ তাদের বিপক্ষে গর্জে উঠেছে।