logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২২ ০১:০৫
ঘরের সাজে বৈশাখী আমেজ
ইসমত জেরিন স্মিতা

ঘরের সাজে বৈশাখী আমেজ

বৈশাখে আপনি সাজবেন মনের মতন করে। পোশাক-আশাকে থাকবে বাঙালি সাজ। এই বৈশাখী সাজের পাশাপাশি সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরকেও। তা হলে নববর্ষের আনন্দের সঙ্গে যোগ হবে ভিন্ন মাত্রা।


ঘরের আসবাবপত্র একটু অন্যভাবে সাজাতে পারেন। বৈশাখের আমেজ লাগতে পারে আপনার পর্দায়। জানালার পর্দাগুলো বদলে দিতে পারেন। সুতার কাজ করা, ব্লক, টাইডাই ছাড়াও বিভিন্ন ধরনের নকশা করা কিংবা রঙিন পর্দাও লাগাতে পারেন। এতে ঘরের চেহারা অনেকটা বদলে যাবে।


বসার ঘরের শোফার কভার, কুশন কভার বদলে দেবেন। কুশন কভারেও আনতে পারেন বৈচিত্র্য। নকশা করা রঙিন কুশন কভার লাগাতে পারেন। ঘরের এক কোণে রাখতে পারেন নকশা করা মাটির হাঁড়ি, ঘটি এবং ফুলদানি। তাজা ফুল দিয়ে সাজাতে পারেন ফুলদানি। ঐতিহ্যবাহী সব জিনিস দিয়েও সাজাতে পারেন আপনার বসার ঘর।


ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে পারেন মাটির থালাবাসন দিয়ে। বাঁশ, বেত, মটির ঘর সাজানোর সরঞ্জাম দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর। পছন্দমতো জায়গাগুলোয় রাখতে পারেন ডেকোরেশন করা গাছ। এ ছাড়াও দেয়ালে ঝোলাতে পারেন নকশা করা দেয়াল টব।


শোবার ঘরেও রাখতে পারেন ফুল। মিলিয়ে পরিবর্তন করতে পারেন বিছানার চাদর, পর্দা। গ্রামীণ চেকের পর্দা লাগাতে পারেন। মেঝেতে বিছিয়ে দিতে পারেন শতরঞ্জি। এতে আপনার শোবার ঘর হয়ে উঠবে ভিন্ন রকম।


বারান্দায় রাখা গাছগুলো সাজিয়ে তুলতে পারেন। ঝোলানো অর্কিড গাছ লাল, নীল শিকাতে ঝোলাতে পারেন। এ ছাড়াও দেয়াল টব বারান্দার দেয়ালে লাগাতে পারেন।
পহেলা বৈশাখের আমেজ এভাবেই লাগবে আপনার ঘরে। উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে আপনার ঘরের প্রতিটি কোণ।