logo
আপডেট : ১২ এপ্রিল, ২০২২ ১৯:৫৬
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার অবসান চায় রাশিয়া

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার
অবসান চায় রাশিয়া

রাশিয়া মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সোমবার রাশিয়ান টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের উদ্দেশ্য মার্কিন-আধিপত্য বিশ্ব ব্যবস্থার অবসান ঘটানো’ বলেন লাভরভ।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

তবে মস্কো ও চীন এই মার্কিন-আধিপত্য বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ তৈরি করছে বলে জানান লাভরভ।

তিনি বলেন, ‘আমাদের সামরিক অভিযানের উদ্দেশ্য (ন্যাটোর) অপ্রতিরোধ্য সম্প্রসারণ এবং বিশ্ব মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা প্রজাদের পূর্ণ আধিপত্যের অবসান ঘটানো।’

সূত্র: আল জাজিরা।