যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেলস্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।
গোলাগুলির এই ঘটনার পরে স্টেশনে আরো কয়েকটি অবিস্ফোরিত ডিভাইস পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানান, ব্রুকলিনের পাতাল রেলস্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট বলেন, এই ঘটনায় আহত ১৩ জনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে এবং একটি ডিভাইস বিস্ফোরণ করতে দেখা যায়।
গ্যাস মাস্ক ও ওরেঞ্জ নির্মাণ শ্রমিকের পোশাক পরা একজন এই ঘটনার পরে পালাতে দেখা গেছে বলে জানান নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট।
সূত্র : সিএনএন