logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২২ ১২:৫৭
পুঁজিবাজারে পতন থামছেই না
নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে পতন থামছেই না

দেশের পুঁজিবাজারে পতন থামছেই না। দিন যত যাচ্ছে অবস্থা আরো করুণ হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও (১৩ এপ্রিল) সূচকের বড় পতনে লেনদেন চলছে।

কমেছে বাজার মূলধনও। বাজার পর্যালোচনা করলে দেখা যায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে হয়েছে ২৪৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার। এককইভাবে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩০পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক পতনে লেনদেন চলছে। বেলা বারোটা পর্যন্ত সিএসইতে সাড়ে ১২টা পর্যন্ত ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।