logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২২ ১৫:২২
মাদক মামলায় আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি

মাদক মামলায় আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন ও ইয়াবা পাচারের দায়ে সাজু মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় সিরাজুল ইসলাম নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

আসামির উপস্থিাততে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত আবদুর সাত্তার মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর কালিতলা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবাসহ সাজুকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সাজু মিয়াকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে ২০১৯ সালের ১৭ জুন মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিল।

রাষ্টপক্ষের আইনজীবি ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। ৬০ গ্রাম হেরোইনের মামালায় আদালত তাকে আমৃত্যু করাদণ্ড ও ১০৫ পিস ইয়াবা পাচারের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে পুলিশি পাহারায় আসামিকে কারাগারে পাঠানো হয়।’