logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২২ ১৭:৩২
রামেক হাসপাতালে ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু
রাজশাহী ব্যুরো

রামেক হাসপাতালে ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু

রাজশাহীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসের প্রথম ১৩ দিনে এক হাজার ১২৬ জন ডায়রিয়া আক্রান্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চারজন। মৃত সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক।

রামেক হাসপাতাপালের তথ্যনুযায়ী, এপ্রিল মাসের এই ১৩ দিনে মোট এক হাজার ১২৬ ডায়রিয়া আক্রান্ত রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে প্রাপ্ত বয়স্ক ৭৯৪ জন ও শিশু ৩২৮ জন।

গত মঙ্গলবার রামেক হাসপাতালে মোট রোগী ছিল ৮২ জন। বুধবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮১ জন। চলতি মাসে একদিনে সর্বোচ্চ ১২০ জন ডায়রিয়া আক্রান্ত ভর্তি হয়েছিল।

গত মাসে অর্থ্যৎ মার্চে এক হাজার ৬৩৫ ডায়রিয়া রোগী রামেকে ভর্তি হয়ে সেবা নিয়েছেন। গত ২৭ মার্চ ওই মাসের মধ্যে সর্বোচ্চ ৯৯ জন ডায়রিয়ার আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল এই হাসপাতালে। এর পর থেকেই এপ্রিল মাসে রোগী আরো বেশি বেড়েছে।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন হয়ে গরম এসেছে। এখন গরম যত বাড়ছে, ডায়রিয়া রোগীও তত বাড়ছে। তৃষ্ণা মেটাতে মানুষ বাইরের বিভিন্ন ধরনের পানীয় কিংবা শরবত খাচ্ছে। এর ফলে তারা পানিবাহিত এই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে।

রামেক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. পার্থ মণি ভট্রাচার্য বলেন,‘চলতি মাসে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েই চলেছে। মারা যাওয়ার মূল কারণ হচ্ছে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে দেরিতে হাসপাতালে ভর্তি হচ্ছে। আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডায়রিয়া হলে পানি শূন্যাতা বেশি দেখা দিচ্ছে। তাদের সমস্যা বেশি হলে লিভার কাজ করছে না। যারা অন্য রোগের পাশাপাশি লিভারের সমস্যায় ভোগে তাদের পানি শূন্যতা দেখা দিলে তারা মারা যায়।’

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে। এখানে বেড়ের বড় সমস্যা সমস্যা। বেড না থাকায় ডায়রিয়া রোগীদের ওয়ার্ডের বারান্দায় সেবা দেওয়া হচ্ছে। আমাদের এখানে তো এমনিতেই জায়গার সঙ্কট আছে। এখন পর্যন্ত মোট চারজন মারা গেছে। যাদের সমস্যা বেশি তাদের আলাদাভাবে রেখে চিকিৎসা কার্যক্রম চলছে।’