logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২২ ১৯:০৯
ইউক্রেনের হাজারো নৌসেনা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

ইউক্রেনের হাজারো নৌসেনা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

রাশিয়া বলছে, ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের এক হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছে।

মস্কো জানায়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের থাকা দেশটির ৩৬তম মেরিন ব্রিগেডের এক হাজার ২৬ জন নৌসেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ১৬২ জন উচ্চ পদমর্যাদার।

রাশিয়ার প্র্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, মারিওপোলের ইল্লিচ আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কসের কাছে, রাশিয়ার সেনা ও দোনেৎস্ক পিপল’স রিপাবলিকের সফল হামলার ফলশ্রুতিতে ইউক্রেনের ৩৬ মেরিন বিগ্রেডের এক হাজার ২৬ জন নৌসেনা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণ করেছে।

এতে আর বলা হয়, ইউক্রেনের আহত ১৫১ সেনাকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে মারিওপোল সিটি হাসপালাতে নেওয়া হয়।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো মারিওপোলে নৌসেনাদের আত্মসমর্পণ নিয়ে যে দাবি করেছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক রয়টার্সকে বলেন, আমার কাছে এ বিষয়ে তথ্য নেই।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মারিওপোলে লড়াই চলছে। ধীরে ধীরে শহরটি অবরুদ্ধ করে ফেলে রুশ সেনারা। এ শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স