logo
আপডেট : ১৪ এপ্রিল, ২০২২ ০৯:৪৪
ড্র সত্ত্বেও বেনফিকার বিদায়, লিভারপুল সেমিফাইনালে
ক্রীড়া ডেস্ক

ড্র সত্ত্বেও বেনফিকার বিদায়, লিভারপুল সেমিফাইনালে

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে হারেনি বেনফিকা। লিভারপুলের জালে তিনবার বল ফেলেছে তারা। তারপরও শেষ হাসি হাসতে পারেনি বেনফিকা। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ১-৩ গোলে হার তাদেরকে টুর্নামেন্ট ছিটকে গেছে। ৬-৪ গোল গড়ে তাদেরকে ছিটকে গিয়ে লিভারপুল সেমিফাইনালে পৌঁছেছে।

বেনফিকার সেমিফাইনালে আশার স্বপ্ন প্রথমার্ধেই শেষ হয়ে যায়। ইয়ুর্গেন ক্লপের দল ২১ মিনিটের সময় গোল পেয়ে যাওয়ায় বেনফিকার সামনের পথটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠে। তারপরও সমানতালে লড়ে গেছে তারা। মাত্র ১১ মিনিটের মধ্যে লিভারপুলের করা গোল ফিরিয়ে দেয় তারা। ইব্রাহিমকা কোনাতের গোল ফিরিয়ে দেন গনকালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্তো ফিরমিনোর জোড়া গোল লিভারপুলের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে দেয়। ৫৫ ও ৬৫ মিনিটে গোল দুটো করেন তিনি। রোমান ইয়ারেমচুক ব্যবধান কমানোর পর ৮১ মিনিটে ডারউইন নুনেজ খেলায় সমতায় আনেন।

ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘আমরা যা চেয়েছিলাম এ ম্যাচটা ঠিক তেমন ছিল না। তবে যা হয়েছে তাতে আমি খুশি।’

অন্যদিকে বেনফিকা কোচ নেলসন ভেরিসিমো বলেন, ‘আমরা এ ম্যাচে যেভাবে খেলেছি তাতে সমর্থকদের গর্বিত হওয়া উচিত। আমাদের গ্রপ পর্বটা ছিল কঠিন। তারপর আমরা আয়াক্সের বিপক্ষে খেলেছি, লিভারপুলও ছিল আমাদের প্রতিপক্ষ। যখনই আমরা সামনের দিকে এগিয়েছি তখন আমাদের প্রতিপক্ষ আরো কঠিন হয়েছে।’