logo
আপডেট : ১৪ এপ্রিল, ২০২২ ১২:০২
কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা-মেয়ে-ছেলে নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা-মেয়ে-ছেলে নিহত

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন। উপজেলার পাতলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার (৪) ও ছেলে হোসাইন মিয়া (১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। ভোর ৪টার দিকে সুলেমানপুর গ্রামে ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে হোসাইন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর স্বামী মো. হারুন মিয়ার চাচাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় আমার চাচাতো ভাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় শেষে এসে বাড়ি ফিরে তিনি এ ঘটনা দেখতে পান।

সুনামগঞ্জের জগন্নাথপুরের ওসি শশাঙ্ক পাল বলেন, ভোরে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।