logo
আপডেট : ১৬ এপ্রিল, ২০২২ ১৭:৩৯
ইউপি মেম্বারের বিরুদ্ধে টিসিবি’র কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি

ইউপি মেম্বারের বিরুদ্ধে টিসিবি’র কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি মেম্বার রাসেল চৌধুরীর বিরুদ্ধে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ২১ জন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

তারা তাদের অভিযোগে উল্লেখ করেন, ইউপি মেম্বার রাসেল চৌধুরী প্রত্যেকের কাছে কার্ডের বিনিময়ে একশ’ টাকা করে দাবি করেন। টাকা না দেওয়ায় ইউপি মেম্বার তাদের নাম বাদ দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হতে অন্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন।

এ ব্যাপারে ইউপি মেম্বার রাসেল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারো কাছে কোনো টাকা পয়সা দাবি করিনি। আমাকে অযথা হয়রানির জন্য এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে ইউএনও মাহমুদা বেগমের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।