logo
আপডেট : ১৬ এপ্রিল, ২০২২ ২১:৫৮
খালেদা জিয়ার পিএস ড. জাকিরুল ইসলাম চৌধুরী মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার পিএস ড. জাকিরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. জাকিরুল ইসলাম চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) ড. জাকিরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন তিনি। বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যক্তিজীবনে অত্যন্ত সজ্জন ড. জাকিরুল ইসলাম বাংলাদেশ সরকারের যুগ্মসচিব থাকাবস্থায় সরকার বদলের কারণে টানা ১৩ বছর দায়িত্ববিহীন (ওএসডি) ছিলেন। বছর খানেক আগে তিনি অবসরে যান।

তার পরিবারের অভিযোগ, তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস থাকার ‘অপরাধে’ই মূলত তিনি চাকরি ক্ষেত্রে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হন।

ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের জিএস ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠালগ্নে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। অত্যন্ত মেধাবী জাকিরুল ছিলেন- একাধারে কবি, লেখক ও রাজনৈতিক গবেষক।