বয়স হয়েছে, তবে গোলের ক্ষুধা যে মেটেনি তা আবারো প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ এ যুবরাজ আবার হ্যাটট্রিক করেছেন। তার হ্যাটট্রিকের সুবাদে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে ম্যানচেস্টারের সামনে আবার শীর্ষ চারে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে রয়েছে। এক পয়েন্ট কম নিয়ে লিভারপুল রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬২। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহাম হস্পার। তারপরেই অর্থাৎ পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির সংগ্রহ ৫৪ পয়েন্ট। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে আর্সেনাল। তাদেরও পয়েন্ট ৫৪। তবে আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের তুলনায় এক ম্যাচ কম খেলেছে।
একের পর এক ম্যাচে পয়েন্ট হারানো ম্যানচেস্টার ইউনাইটেড যে এ ম্যাচে সমর্থকদের ভিন্ন কিছুর স্বাদ দিতে যাচেছ তার প্রমাণ তারা ম্যাচের শুরুতেই রাখে। প্রথম ৩২ মিনিটের মধ্যে তারা দুই গোলে এগিয়ে যায়। স্বাভাবিকভাবেই দুটো গোলই করেন রোনালদো। পর্তুগীজ এ তারকা প্রথম গোলটি করেন সপ্তম মিনিটে। আর দ্বিতীয় গোলটি ৩২ মিনিটে। ৭৬ মিনিটে রোনাদো হ্যাটট্রিক পূর্ণ করেন। এর মাধ্যমে ক্লাব ফুটবলে রোনালদো হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।
৩২ মিনিটের মধ্যে পয়েন্ট টেবিলের একেবারে নিচের দল নরইউচ সিটি দুই গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি। বরং ম্যাচে ফেরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তার ফসলও তারা ঘরে তোলে। মাত্র ছয় মিনিটের মধ্যে তারা জোড়া গোল করে খেলায় সমতায় ফেরায়। নরউইচ প্রথম গোলটি পায় প্রথমার্ধের ইনজুরি সময়ে। কিয়েরান ডোয়েল করেন গোলটি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে টিমু পুকি গোল করে ম্যাচে সমতায় ফেরান। একই সঙ্গে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। তবে ৭৬ মিনিটে রোনালদো সব উত্তেজনায় পানি ঢেলে দেন। অসাধারণ এক ফ্রি কিকে গোল করেন তিনি। এ মৌসুমে লিগে এটা রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। মাত্র কয়েকদিন আগেও তিনি হ্যাটট্রিক করেন।
ইউনাইটেড গোলরক্ষক ডেভিড গিয়া বলেন, আমাদের সামনে এখনো শীর্ষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। রোনালদো এ ম্যাচে দারুণ খেলেছে। গুরুত্বপূর্ণ তিনটি গোল করেছে। আমরা ভালো খেলছি না, এটা আমরা জানি। তবে এ ম্যাচ থেকে আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। নিজেদের মাঠে নরউইচের বিপক্ষে এ ম্যাচে আমাদের আরো ভালো খেলা উচিত ছিল। যাহোক আমাদের সামনে এখন শেষ চারে পৌঁছানোর দারুণ সুযোগ রয়েছে। আমরা শেষ মূহুর্ত পর্যন্ত শেষ চারের জন্য লড়ে যাব।’