logo
আপডেট : ১৭ এপ্রিল, ২০২২ ১৯:১২
'মার্কিন প্রতিবেদন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না'
কূটনৈতিক প্রতিবেদক

'মার্কিন প্রতিবেদন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

মার্কিন প্রতিবেদন আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ মন্তব্য করেছেন।

রোববার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সমকামিতা আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর এমন একটা মুসলিম দেশ দেখান যারা এটাকে অনুমোদন দেয়। যত দেশ বা সংস্থা থেকে চাপ আসুক না কেন এটা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বাংলাদেশ আব্যন্তরীণ বিষয়ে কারো কোনো উপদশে বা চাপ গ্রহণ করে না বা করবে না। গত এক দশকে বাংলাদেশ শ্রম খাতসহ আরো অনেক খাতে এগিয়েছে। তবুও এ নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলতে আসে।

বাংলাদেশ প্রসঙ্গে ৭৪ পৃষ্ঠার যে মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রকাশ পেয়েছে তার বেশ কিছু অংশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে এর আগেই নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

নিরাপত্তাবাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সরকারের দায়মুক্তি দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তাকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ধর্ম, ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে রিপোর্ট প্রকাশেরও অনুরোধ করেন তিনি।

মার্কিন প্রতিবেদনে রোহিঙ্গা ইস্যুটিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১০/১২ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছে। এটাও কি আমাদের দোষ? আমাদের ঘাড়ে এ দোষ চাপানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়টিও এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দী নন। আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার প্রশ্নটাও অমূলক ছিল।

২০২১ সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে নিরাপত্তাবাহিনীকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও হত্যা-গুমের অপরাধ থেকে দায়মুক্তি দেওয়ার সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করা হয়।