logo
আপডেট : ১৭ এপ্রিল, ২০২২ ১৯:১৯
ভো‌রের আকা‌শে সংবাদ প্রকাশ
গরু মৃত্যুর ঘটনায় মেডিকেল বোর্ড
শেরপুর প্রতি‌নি‌ধি

গরু মৃত্যুর ঘটনায় মেডিকেল বোর্ড

ফাইল ছবি

শেরপুর সদর উপজেলার তিলকান্দি দুধগ্রামে গত এক মাসের ব‌্যবধা‌নে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় ২০টি গরুর মৃত্যুর ঘটনায় দৈ‌নিক ভো‌রের আকা‌শে প্রতি‌বেদন প্রকা‌শিত হয়। আর সেই প্রতি‌বেদ‌নের পর তিনটি মেডিকেল বোর্ড গঠন করে‌ছে প্রা‌ণিসম্পদ বিভাগ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুধগ্রামের খামারিদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। দিনব্যাপী গরুর চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হচ্ছে। আলাদা তিনটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়া চালু রয়েছে ডিজিজ সার্ভিলেন্স, মনিটরিং কার্যক্রমসহ পরামর্শ প্রদান। পশুর টিকা কার্যক্রম শুরুর পর থেকে গরু মৃত্যুর খবর পাওয়া যায় নি।’

‌তি‌নি বলেন, ‘তিলকান্দীর গরু মৃত্যুর ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ বিভাগের যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’