পহেলা বৈশাখের সকালে রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের মামলায় কাভার্ডভ্যানের চালক মো. বশির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রোববার (১৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আ: আলিম খান আদালতে বশিরকে হাজির করেন। বশির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, ১৫ এপ্রিল বিকেলে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১ ও র্যাব-৮ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন থানাধীন বালচুর এলাকায় অভিযান চালিয়ে বশিরকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ১৪ এপ্রিল উবার চালক এনামুল হক তার পাশের ভাড়াটিয়া হনুফা ও তার ভাতিজা অনিক (১৮) রাজধানীর রায়েরবাজার থেকে উত্তরায় যাওয়ার সময় উত্তরা ৩ নম্বর সেক্টরে আমির কমপ্লেক্সের উত্তর পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই এনামুল ও হনুফা মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অনিক।
এ ঘটনায় এনামুলের চাচাতো ভাই আ: কাদের ১৫ এপ্রিল সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।