logo
আপডেট : ১৮ এপ্রিল, ২০২২ ১৫:৩৯
কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিক্ষোভ

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিক্ষোভ

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনাকে ঘিরে সুইডেনের অন্তত সাতটি শহরে বিক্ষোভ এবং পরে সেই বিক্ষোভ রূপ নেয় দাঙ্গায়।

ননকোপিং শহরে বিক্ষোভকারীদের হামলার মুখে পুলিশ গুলি চালালে তিনজন আহত হয়।

আহতদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘তিনজনের গায়ে গুলি (রিকোশেটস) লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

তাদেরকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত তিনজনকেই অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।'

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন ইতিমধ্যে সহিংস এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

সুইডেনের সংবাদ সংস্থা টিটি-র খবর অনুযায়ী, শুক্রবার রাজধানী স্টকহোমের কাছের শহর রিঙ্কেবিতে উগ্র ডানপন্থি দল হার্ড লাইন-এর নেতা রাসমুস পালুদান পবিত্র কোরানের একটি কপি পুড়িয়ে দিয়েছেন- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেদিন সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোয় বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়।

কোরান পোড়ানোর ঘটনায় বিক্ষুব্ধরা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেয়।

পরে আরো অন্তত ছয়টি শহরে রাসমুস পালুদান এবং তার দল হার্ড লাইনের বিরুদ্ধে বিক্ষেভ হয়।

সূত্র: ডয়েচে ভেলে