logo
আপডেট : ১৮ এপ্রিল, ২০২২ ১৭:১২
হবিগঞ্জে ডুবল শতাধিক হেক্টর জমির ফসল
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ডুবল শতাধিক হেক্টর জমির ফসল

একজন কৃষক ডুবে যাওয়া ফসল কাটছেন

হবিগঞ্জের লাখাইয়ে সুতাং ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে ওই এলাকার অন্তত শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন কয়েক হাজার কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নয়ন মণি সূত্রধর জানিয়েছেন, ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

‘লাখাইয়ে সুতাং ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে হাওরে প্রবেশ করছে। এতে দশকানিয়া, বারচর, ভোগার বিল, আঠারোদোনা হাওরের অন্তত শতাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া তলিয়ে যাওয়ার উপক্রম আরও শতাধিক হেক্টর জমি।’ পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই জমিগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানিয়েছেন, বর্তমানে সুতাং ও ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। পানি বৃদ্ধি স্থিতিশীল। তবে ভারতে বৃষ্টি অব্যাহত থাকলে পানি বাড়তে পারে।

তবে কোনো বাঁধ এখনও ক্ষতিগ্রস্থ হয়নি বলেও জানান তিনি।