logo
আপডেট : ১৮ এপ্রিল, ২০২২ ১৮:১৮
প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ.লীগ ও যুবলীগ সভাপতি আহত
পাবনা প্রতিনিধি

প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ.লীগ ও যুবলীগ সভাপতি আহত

পাবনার সুজানগরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান গ্রুপের দ্বন্দ্বের জেরে তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের সভাপতিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ চেয়ারম্যানের লোকজন। সোমবার সকালে তাঁতীবন্দ ইউনিয়নের খার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস ও উনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, ‘আগামী ১৯ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল। এ নিয়ে আলোচনারা জন্য উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদের মোটরসাইকেলে সকালে সুজানগর উপজেলা পরিষদে যাচ্ছিলাম। পথে খার পাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার ভাই মানিক মৃধার নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে আমাদের আক্রমণ করে।’

তিনি আরো বলেন, ‘আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা লাঠিসোটা, রড দিয়ে পেটাতে শুরু করে। আমাদের চিৎকারে স্থানীয় মানুষ ছুটে এলে তারা চলে যায়। পরে, স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে সুজানগর হাসপাতালে পাঠায়।’

তবে হামলায় নিজ পরিবারের জড়িত থাকার অভিযোগ অসত্য বলে দাবি করেছেন তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা। তিনি বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। সেখান থেকেই মারামারির খবর পেয়েছি। এ ঘটনায় আমার কিংবা আমার পরিবারের কারো সম্পৃক্ততা নেই।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’