logo
আপডেট : ১৯ এপ্রিল, ২০২২ ১২:৫৯
৭ কেজি সোনাসহ মার্কিন নারী আটক
নিজস্ব প্রতিবেদক

৭ কেজি সোনাসহ মার্কিন নারী আটক

শাহানাজ চৌধুরী। ছবি- সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে প্রায় সাত কেজি সোনার বারসহ শাহানাজ চৌধুরী নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবীর ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হওয়ার খবর পাওয়া যায়। এরপর বিমানবন্দর জুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে নজরদারি চলতে থাকে। এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ এর যাত্রীরা মঙ্গলবার সকালে বিমানবন্দরে অবতরণ করলে শাহানাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে সবকিছু অস্বীকার করেন। এক পর্যায়ে তার কাছ থেকে ৫৯ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম।

সানোয়ারুল কবীর জানান, শাহানাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে আসেন। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা।

শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে বলেও জানান কাস্টম কর্মকর্তা সানোয়ারুল কবীর।