logo
আপডেট : ১৯ এপ্রিল, ২০২২ ১৪:০৭
নিউমার্কেটে সংঘর্ষ: ব্যবসায়ী ও ছাত্রদের হামলায় ৩ সংবাদকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক

নিউমার্কেটে সংঘর্ষ: ব্যবসায়ী ও ছাত্রদের হামলায় ৩ সংবাদকর্মী আহত

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। এ সংঘর্ষের কারণে মিরপুর রোডসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ছবি- ভোরের আকাশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে লিপ্ত ব্যবসায়ী-কর্মচারী ও ছাত্রদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পেশাগত দায়িত্ব পালনের সময় তারা এই হামলার শিকার হন। 

আহতরা হলেন- দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, এসএ টিভির ক্যামেরাপারসন কবির হোসেন ও আরটিভির ক্যামেরাপারসন সুমন দে।

গতকাল সোমবার মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘর্ষের পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবারো সংঘর্ষে জড়ান নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবারের সংঘর্ষে আহত ২০ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরো পড়ুন: নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যানবাহন চলাচল বন্ধ

দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। এ সংঘর্ষের কারণে নিউমার্কেটসহ আশপাশের মার্কেটের সব দোকান বন্ধ রয়েছে। মিরপুর রোডসহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‘কথা-কাটাকাটির জেরে’ গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। আর সোমবার রাতের ঘটনার জেরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

গতরাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতের ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেট এবং নিউমার্কেট খুলতে বাধা দেন। এ ঘটনায় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান৷ পরে কলেজ গেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

নিউমার্কেট থানার পরিদর্শক অপারেশনস হালদার অজিত ঠাকুর জানিয়েছেন, নিউমার্কেটসহ আশেপাশের এলাকার সব দোকান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। দোকান কর্মচারীরাও বিচ্ছিন্নভাবে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের এক সহপাঠীর ওপর সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালান। প্রতিবাদে নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু ব্যবসায়ীকে মারধর করা হয়। এরপর নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠি নিয়ে বেরুলে সংঘর্ষ শুরু হয়।

ব্যবসায়ীরা বলছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে খেতে আসেন। তারা খাওয়ার পর টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে দোকানের লোকজনের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এর কিছু সময় পরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর শুরু করেন। এসময় ব্যবসায়ীরাও একসঙ্গে বের হয়ে আসেন।