logo
আপডেট : ১৯ এপ্রিল, ২০২২ ১৯:১০
ব্রহ্মপুত্রে অবৈধ চায়না জাল জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্রে অবৈধ চায়না জাল জব্দ

কুড়িগ্রামের চিলমারীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদে ও বিভিন্ন খালে অভিযান চালিয়ে জেলেদের অবৈধ চায়না দুয়ার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় ।

সোমবার (১৮ এপ্রিল) দিনব্যাপী নৌ পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাউকে আটক করা হয়নি।

মৎস্য বিভাগ জানায়, উপজেলার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ার জাল বা ডারকি জালের ফাঁদ পেতে দেশীয় মাছ শিকার করছে স্থানীয় জেলে ও বাসিন্দারা । পরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ার জাল অপসারণের জন্য নৌ পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালায় মৎস্য বিভাগ।

এ অভিযান অবৈধ ৩৫০ মিটার চায়না দুয়ার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান বলেন, আমাদের বিশেষ মোবাইল কোর্টের অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভবিষ্যতে এমন অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’