logo
আপডেট : ২০ এপ্রিল, ২০২২ ১৩:৩৬
মারিউপোলে আত্মসমর্পণে নতুন সময় বেঁধে দিল রাশিয়া


মারিউপোলে আত্মসমর্পণে নতুন সময় বেঁধে দিল রাশিয়া

ইউক্রেনের মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবারের মধ্যে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো।

ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী।

ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ নামে আখ্যা দিয়েছে।

এর আগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করে।

প্রায় আট সপ্তাহব্যাপী যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ও এর আশপাশের এলাকা দখল করতে চাইছে।

১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, রাশিয়া বাংকার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট শক্ত ঘাঁটি আজভস্টাল স্টিল প্ল্যান্টে হামলা

করছে।

একটি টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, বিশ্ব অনলাইনে শিশুদের হত্যা দেখেও নীরব রয়েছে।

এদিকে আজ বুধবারের মধ্যে মারিউপোলের সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে মানবিক নীতির ওপর ভিত্তি করে আবার প্রস্তাব করে যে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা ২০ এপ্রিল মস্কো সময় দুপুর ২টার মধ্যে যেন তাদের সামরিক অভিযান বন্ধ করে এবং অস্ত্র জমা দেয়।

সূত্র: রয়টার্স