নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ নুরুল আমিন (৩০) মারা গেছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনি মারা যান।
একই ঘটনায় দগ্ধ নুরুল আমিনের স্ত্রী আর্জিনা বেগমের অবস্থাও সঙ্কটাপন্ন। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নুরুল আমিন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাখাইলের ওয়াজেদ আলীর ছেলে। তিনি স্ত্রীসহ নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুরে রুপচান ব্যাপারীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, দাপা ইদ্রাকপুর এলাকায় রূপচান ব্যাপারীর দ্বিতীয় তলায় থাকতেন নুরুল আমিন ও তার স্ত্রী আর্জিনা। ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিতাস গ্যাসের লিকেজ থেকে তাদের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘এতে ওই দম্পতি দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় নুরুল আমিন মারা যান। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে’, বলেন এসআই তরিকুল ইসলাম।