logo
আপডেট : ২১ এপ্রিল, ২০২২ ১৪:০০
রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে হাই কমিশনার সুমানার ইফতার
কূটনৈতিক প্রতিবেদক

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে হাই কমিশনার সুমানার ইফতার

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে ইফতার মাহফিলে সমবেত মুসল্লিরা

রেমিট্যান্স যোদ্ধা ও অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নাহিদা রহমান সুমনা।
 
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, বুধবার ব্রুনাইয়ের স্থানীয় সময় বিকাল ৬টায় আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা জানান হাই কমিশনার।
 
কারী মো. শাহজাহান মুন্সী ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
 
এ সময় হাই কমিশনার নাহিদা রহমান সুমনা প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন। এই ইফতার আয়োজনের জন্য প্রবাসীরাও বেশ আনন্দিত হন এবং কমিশনার ও কমিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
 
নাহিদা রহমান সুমনা ২০২০ সালে ব্রুনাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ঢাকায় কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করে গেছেন। 
 
কনস্যুলার সেবা সহজ করার পাশাপাশি প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজেই সেবা পেতে পারেন, সেজন্য তিনি ২০১৮ সালে দূতাবাসের মোবাইল আ্যপ চালুর প্রস্তাব দেন। এই আ্যপ দিয়ে এখন সহজেই কনস্যুলার সেবা নেওয়া যায়।
 
উল্লেখ্য, নাহিদা রহমান সুমনা একসময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। সে সময় অস্ট্রেলিয়ায় কনস্যুলারের কাজে তাকে প্রতি দুই সপ্তাহে একবার সিডনি যেতে হতো। ওই সময়ে কুমিল্লার তানভীর নামের এক শিক্ষার্থীর জটিল ক্যান্সার ধরা পড়ে। প্রতি ১৫ দিন পরপর সিডনি থেকে কাজ শেষে ক্যানবেরায় ফেরার পথে তিনি তানভীরকে দেখতে যেতেন। তার এই মানবিক আচরণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে অনেক বিষয়ে আশার সঞ্চার করেছে।