logo
আপডেট : ২১ এপ্রিল, ২০২২ ১৭:০৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তির আশ্বাস
জুয়েল রানা, টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তির আশ্বাস

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের সংশ্লিষ্টরা মহাসড়ক পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে তারা জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল মহাসড়কের চার লেনের কাজ সমাপ্তি ঘোষণা করা হবে। গোড়াই ফ্লাইওভার কাজ দ্রুত শেষ করে আগামী ২৫ তারিখের মধ্যে ফ্লাইওভারটি উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে এবারের ঈদে এই মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সাসেক-২ এর প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘২০১৯ সালের সাসেক-২ এর মাধ্যমে এলেঙ্গা-রংপুর মহাসড়কের কাজ শুরু হয়। কিন্ত করোনার কারণে প্রায় এক বছর কাজের ক্ষতি হয়। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কের টেন্ডারের জটিলতা ছিল। এর ফলে ওয়ার্ক অর্ডার দিতে দেরি হয়। তবে গত ডিসেম্বরে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই এ অংশে কাজ শুরু হবে। তবে এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত চার লেনের কাজ আগামী ২৫ এপ্রিল শেষ করা হবে।’

তিনি আরো বলেন, ‘তবে এবারের ঈদযাত্রায় মহাসড়কের এলেঙ্গা অংশে আইল্যান্ড করে দেওয়া হচ্ছে। যাতে নির্বঘ্নে গাড়ি চলাচল করতে পারে। অপরদিকে বিকল্প রাস্তাও তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলেঙ্গা পৌরসভার ভিতর দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি পার করা হবে ও বঙ্গবন্ধু সেতু গাড়ি পার হওয়ার পর ঢাকাগামী যে গাড়ি থাকবে সেই গাড়িগুলো গোল চত্বর হয়ে ভূঞাপুরের ভেতর দিয়ে এলেঙ্গা এসে ঢাকাগামী হবে চার লেনে। এই বিপল্প রাস্তাগুলো হাইওয়ে পুলিশ পর্যবেক্ষণ করবে।’

‘সিরাজগঞ্জের কড্ডার মোড়ে রাস্তা প্রশস্ত করা হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জের নলকা ব্রিজ ঈদের আগেই আগামী ২৫ এপ্রিল ছেড়ে দেওয়া হবে। যাতে করে ঈদযাত্রায় গাড়িগুলো সহজেই যেতে পারে। আশা করছি, সব মিলিয়ে সবার প্রচেষ্টায় ঈদযাত্রায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’

রহিম নামে এনা পরিবহনের এক চালক জানান, যদি ২৫ তারিখের মধ্যে গোড়াই ফ্লাইওভার কাজ শেষ করা হয় তাহলে ঈদযাত্রা অনেকটা সহজ হবে। যানযটমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

জয়নাল মিয়া নামে হানিফ পরিবহনের চালক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটি ঈদযাত্রার জন্য কষ্টদায়ক। ঈদ এলেই ঘণ্টার পর ঘণ্টা গাড়ি নিয়ে বসে থাকতে হয়। তবে গোড়াই ফ্লাইওভারের কাজ শেষ করে দিতে পারলে অনেকটা যানযটমুক্ত হতে পারে।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, ‘মূলত গোড়াই ফ্লাইওভারের কাজ চলমান থাকায় এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তবে ২৫ এপ্রিলের মধ্যে কাজ শেষ হলে আশা করা যাচ্ছে, যানজট থাকবে না।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ঈদ উপলক্ষে মহাসড়কে প্রায় ৭০০ এর বেশি পুলিশ মোতায়েন করা হবে মহাসড়কে। পাশাপাশি আনসার ও এপিপিএনের সদস্যও থাকবে। সবার ঈদযাত্রা যেন ভালো হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।’

‘চালকদের কাছে অনুরোধ সবাই যেনো মহাসড়কের লেনে গাড়ি চালায়। লেন থেকে বাইরে চলে গেলেই যানজটের সৃষ্টি হয়।’ তাই সবাইকে আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানান তিনি।

সাসেক-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম বলেন, ‘২৫ তারিখে সব ফ্লাইওভার শুধু নয়, মহাসড়কের পাশে খানাখন্দগুলোর কাজ করে দেওয়া হবে। রাস্তায় কোথাও কোনো গাড়ির সমস্যা হলে সেদিক বিবেচনা করে রাস্তায় পাশে আলাদা গাড়ি পার্কিং ব্যবস্থাও করা হবে। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে সাসেক যথেষ্ট তৎপর।’

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে খানাখন্দ রয়েছে তা বঙ্গবন্ধু সেতু কর্তপক্ষের (বিবিএ) সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করা হবে। এলেঙ্গা বাস স্টেশনে যে আইল্যান্ড রয়েছে সেইগুলো বন্ধ করে দেওয়া হবে যাতে করে গাড়ি এক লেন থেকে অন্য লেনে না যেতে পারে।

বঙ্গবন্ধু যমুনা বহুমূখি সেতুর (বিবিএ) প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন , ‘ঈদের সময় টোল প্লাজার পয়েন্ট বাড়ানো হবে। বাইকের জন্য দুটি এবং অন্যান্য যানবাহনের জন্য সাতটি পয়েন্ট করা হবে। সর্বমোট ৯টি বুথ করা হবে। আমরা চেষ্টা করবো টোল তাড়াতাড়ি আদায় করতে।’