logo
আপডেট : ২১ এপ্রিল, ২০২২ ১৭:৩৪
অপেক্ষা বাড়ল পিএসজির
ক্রীড়া ডেস্ক

অপেক্ষা বাড়ল পিএসজির

লিগ ওয়ানে বুধবারের ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ লড়াই শেষ না হলেও এ জয়েই তাদের শিরোপা নিশ্চিত হতে পারত। কিন্তু তাদের নিকটতম শিরোপা প্রতিদ্বন্দ্বী মার্শেই ৩-২ গোলে নঁতের বিপক্ষে জয়লাভ করায় শিরোপ উৎসবের জন্য তাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ৬ ম্যাচ বাকি থাকতেই ১৫ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে থাকা অবস্থায় এদিন মাঠে নামে পিএসজি। ওইদিনেই বিগত ১০ মৌসুমের মধ্যে অষ্টম লিগ শিরোপা তারা নিশ্চিত করতে পারত। কিন্তু মার্শেইয়ের জয়ে তাদের অপেক্ষা বাড়িয়েছে।

লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই ধুঁকতে থাকা অ্যাঞ্জার্সের বিপক্ষে প্রত্যাশিত ফল পেয়েছে মরিসিও পচেত্তিনোর দল। স্তাদে রেমন্ড কোপায় অনুষ্ঠিত ম্যাচের ২৮ তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এটি ছিল চলতি মৌসুমে তার ২২তম গোল। প্রথমার্ধের ইনজুরি টাইমে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করে সার্জিও রামোস। তার সেন্ট্রাল ডিফেন্সিভ সতীর্থ মারকুইনহোস ৭৭তম মিনিটে পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন। অবশ্য শেষ মিনিটে লাল কার্ড দেখতে হয়েছে পিএসজির তরুণ মিডফিল্ডার এডুয়ার্ড মিচুটকে। এদিকে দুবার পিছিয়ে পড়ার পরও নঁতের বিপক্ষে ৩-২ গোলে জয়রাভ করেছে মার্শেই। ফলে দুই দলের মধ্যে ১৫ পয়েন্টের ব্যবধান অক্ষুণ্ন রয়েছে। গোল ব্যবধানেও দ্বিতীয় স্থানধারীদের চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে পিএসজি। আগামী শনিবার লেন্সের মাঠে স্বাগতিকদের বিপক্ষে একটি পয়েন্ট অর্জন করতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে প্যারিস জায়ান্টদের।