logo
আপডেট : ২১ এপ্রিল, ২০২২ ১৮:১১
তুলার গোডাউনে আগুন, ‘কয়েক কোটি’ টাকার ক্ষতি
নরসিংদী প্রতিনিধি



তুলার গোডাউনে আগুন, ‘কয়েক কোটি’ টাকার ক্ষতি

জবা টেক্সটাইল কারখানায় আগুন জ্বলছে

নরসিংদীতে জবা টেক্সটাইল নামক একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দি এলাকায় অবস্থিত জবা টেক্সটাইলে এই আগুন লাগে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

জবা টেক্সটাইল কারখানার ডিজিএম মাহামুদ হোসেন বলেন, ‘দুপুরের দিকে মিলের প্রায় সবাই নামজ আদায় করছিলেন। দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। তখন মসজিদ থেকে গিয়ে দেখি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন মুহূর্তেই পাশের তুলা মিক্সিংয়ের গোডাউন ও কালার কটন গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

নরসিংদী ফায়ার স্টেশনের ইনচার্জ মোস্তাফিজ জানান, তুলার গোডাউন হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে পানির সংকট ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।