logo
আপডেট : ২১ এপ্রিল, ২০২২ ২০:০৯
দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে সাড়ে ১৪ ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা। এর ফলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দিনাজপুর থেকে ঢাকাসহ সব রুটে যানচলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা থেকে সিএনজি চালক কর্তৃক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধর প্রতিবাদে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ করে এই কর্মসূচি পালন করছিল পরিবহন শ্রমিকরা।

অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। তিনি বলেন, ‘শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।’

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে বসা হয়েছিল। রাস্তা খুলে দিবে বলেছে।’

কী আশ্বাসে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কোনো কিছু আশ্বাস নাই, রাস্তা খুলে দিবে বলেছে। এরপর পরের বিষয় পরে।’