ঘরোয়া লিগে শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গেছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ অনেকটা আয়েশে শিরোপা উৎসব করতে যাচ্ছে। তবে দ্বিতীয় স্থানের নিশ্চয়তাটা ভালোভাবেই ধরে রেখেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগে দ্বিতীয় হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে তারা। অ্যাওয়ে ম্যাচে পিয়েরা এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে তারা জয় পেয়েছে।
সোসিয়েদাদের বিপক্ষে জয়ের ফলে ৩২ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩৩ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে রয়েছে। বার্সেলোনার মতো ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের জন্য লড়াই করে যাচ্ছে সেভিয়া। গোল পার্থক্যে অবশ্য তারা তৃতীয় স্থানে। তবে বার্সেলোনার বাড়তি সুবিধা হচ্ছে তাদের হাতে অতিরিক্ত একটা ম্যাচ রয়েছে। মূলত এ ম্যাচের জয়ের মাঝ দিয়ে বার্সেলোনা শীর্ষ চারের এক দল হয়ে খেলার শেষ করতে যাচ্ছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাচ্ছে তাদের।
ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় বার্সেলোনা নিজেকে ভাগ্যবান মনে করতে পারে। তারা ভাগ্যবান যে, ম্যাচের শুরুতে গোল পেয়ে গিয়েছিল। অন্যথায় সোসিয়েদাদ যেভাবে একের পর এক আক্রমণ রচনা করে বার্সেলোনাকে চেপে ধরেছিল তাতে তাদের পয়েন্ট নিয়ে ফেরাটা কষ্টকর হয়ে পড়েছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা সফরকারীদের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ারও সময় দেয়নি। যে কারণে রক্ষণভাগের দুঃশ্চিন্তা কোচ জাভির ঘাম ছুটে যাচ্ছিল। ফলে একের পর এক রক্ষণভাগে খেলোয়াড় পরিবর্তন করতে হয়েছে। রক্ষণভাগে যারা ম্যাচ শুরু করেছিলেন ম্যাচ শেষে তাদের কেউ ছিলেন না। রোনাল্ড আরাউজো, দানি আলভেস, জেরার্ড পিকে সবাইকে তুলে নিয়েছিলেন।
ম্যাচের এগার মিনিটে আউবামেয়াং মূল্যবান গোলটি করেন। ফেরান টরেসের ক্রস থেকে পোস্টের খুব কাছে পাওয়া বলকে সঠিক ঠিকানায় পাঠাতে মোটেও ভুল করেননি তিনি। গত জানুয়ারিতে আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটি তার নবম গোল। এ গোল হজমের পর স্বাগতিক দল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। উভয়ার্ধে তারা একাধিক আক্রমণ রচনা করেছে। কিন্তু কোনো আক্রমণই সফলতার ছোঁয়া পায়নি। অন্তত একবার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান দলকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন।
রিয়াল সোসিয়েদাদ যে বার্সেলোনাকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল কোচ জাভি ম্যাচ শেষে তা স্বীকার করেছেন। জাভি বলেন, ‘নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম ম্যাচ যে যা আমাকে খুবই দুঃশ্চিন্তায় রেখেছিল। তারা ম্যাচে আধিপত্য করেছে। তারা শক্তিশালী দল। তারা আমাদেও দৌড়ের ওপর রেখেছিল। ম্যাচের ফলটা মোটেও তাদের উপযোগী হয়নি। সম্ভবত ড্র ছিল তাদের জন্য ভালো ফল।’
জাভি আরো বলেন, ‘আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এক জয়। ম্যাচটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এ জয়ের ফলে আমরা ভালোভাবে দ্বিতীয় স্থানে রয়েছি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যে লক্ষ্য ছিল সে লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছি।