ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁওয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুক্তাগাছা পৌর এলাকা ও গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ছয়ানী এলাকার কারখানায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন বন্ধ করতে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জেকে ফুড প্রোডাক্টস সেমাই উৎপাদন করছে। এজন্য এ কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
‘এছাড়া সারা রাহিন ফুড প্রোডাক্টসের কারখানায় নোংরা পরিবেশসহ কারখানার ভেতরেই ছাগল পালন করা হয়। এজন্য কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘ওই এলাকার আমছর আলীর মোড়ে গত দুই বছর আগে শরিফুল ইসলাম, কাজল ও আতাউর রহমান মিলে বনের ফুল লাচ্ছা সেমাই কারখানাটি প্রতিষ্ঠা করেন। অনুমোদনহীন এ কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কারখানার মালিককে সতর্ক করা হয়েছে। প্রত্যেকটি সেমাই কারখানায় অভিযান চালানো হবে।’