logo
আপডেট : ২২ এপ্রিল, ২০২২ ১৫:০৯
বাস উল্টে গিয়ে প্রাইভেটকারকে ধাক্কা, আহত অন্তত ১৫
সাভার (ঢাকা) প্রতিনিধি

বাস উল্টে গিয়ে প্রাইভেটকারকে ধাক্কা, আহত অন্তত ১৫

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্য একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনকত বলে জানা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। অপর একটি মাইক্রোবাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

সকাল সাড়ে ৮ টার দিকে মূল সড়কের পাশে সড়ক উন্নয়নের জন্য সড়ক কেটে রাখা অংশে বাস চলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিতগামী প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে সড়ক বিভাজনের উপর উল্টে পরে। আর ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আহতদের মধ্যে ১০/১২ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সকালে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস ও প্রাইভেটকার চালককে উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন, সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে জয়পুরা বাসস্ট্যান্ড সড়কের বেশ কিছু অংশ কেটে রাখা হয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।’

সড়কের এ অংশটিতে সাব কন্ট্রাক্টে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান জিতু এন্টারপ্রাইজের কর্মকর্তা সিফাত আহমেদ বলেন, ‘সড়ক কেটে রাখা হয়েছে অভিযোগটি ঠিক নয়। আগামী দু-একদিনের মধ্যেই সেখানে কাজ শুরু হবে তাই কাজের জন্যই বালু ফেলে মূল সড়কের প্রায় সমান্তরাল করে রাখা হয়েছে। মাটি কম্পেক্ট হওয়ার জন্য কিছু সময় দিতে হয়। সঙ্গে সঙ্গেই তো কার্পেটিং করা যায় না।’

সাভার হাইওয়ে থানা পুলিশ সার্জেন্ট মো. তৌফিকুর রহমান ভোরের আকাশকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সড়কের কিছু অংশ কেটে রাখায় বাসটি নিয়ন্ত্রণ হারালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে বাসটি উল্টে সড়ক বিভাজনের উপর পড়ে যায়।’

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। বাস ও প্রাইভেটকার চালকের আঘাত গুরুতর। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’