logo
আপডেট : ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০
উপন্যাস ‘সাদা প্রাইভেট’ এবার পর্দায়

উপন্যাস ‘সাদা প্রাইভেট’ এবার পর্দায়

জনপ্রিয় লেখক ইশতিয়াক আহমেদের ‘সাদা প্রাইভেট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম। যেটি নির্মাণ করছেন আশিকুর রহমান। ২০১৯ সালে বইমেলায় প্রকাশিত ‘সাদা প্রাইভেট’ উপন্যাসের গল্পটা এমন, অফিসে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হয়েছেন বজলুর রহমান।

নিয়ম অনুযায়ী অফিস থেকে এখন তিনি পাবেন একটি ব্যক্তিগত গাড়ি। কিন্তু গাড়ি পেতে দেরি হতে থাকায় তর সইছে না বজলুল সাহেবের। তাই তিনি গাড়ি পাওয়ার আগেই নিয়োগ দিয়ে দিলেন সেলিম নামের একজন গাড়িচালক।


প্রতিদিন ড্রাইভার নিয়ে অফিসে যাচ্ছেন আর বাড়ি ফিরছেন। কিন্তু গাড়ির দেখা এখনো তিনি পাননি। অদৌ গাড়ি পাবেন কি না, এই সংশয়ের মধ্যে দিয়ে এগুতে থাকে গল্প। ঘটতে থাকে নানা ঘটনা।


টেলিফিল্মে বজলুর রহমানের চরিত্রে থাকছেন তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদসহ প্রমুখ।


এবারের ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ‘বব সিরিজ’-এ। ইতোমধ্যে ঢাকার বেশ কিছু লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে।