পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায়, আইসোলেশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পন্টিং। ফলে আগামী পাঁচদিন হোটেলে আইসোলেশনে থাকতে হবে তাকে। এতে দিল্লির পরের ম্যাচগুলোতে কোচ হিসেবে দেখা যাবে না পন্টিংকে।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পন্টিংয়ের সঙ্গে হোটেলেই ছিলেন করোনায় আক্রান্ত পরিবারের এক সদস্য। এরপর পন্টিংকে করোনা পরীক্ষা করানো হয়। দুইবারের পরীক্ষাতেই নেগেটিভ এসেছে তার। তারপরও সতর্কতার জন্য পাঁচদিন আইসোলেশনে রাখা হয়েছে পন্টিংকে।
দিল্লি ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘দলের স্বার্থে টিম ম্যানেজম্যান্ট এবং মেডিকেল টিম পন্টিংকে পাঁচদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।’ এবারের আইপিএলে দিল্লির দলের ছয়জন সদস্য করোনা পজিটিভ হন। এদের মধ্যে দুই ক্রিকেটার টিম সেইফার্ট এবং মিচেল মার্শও আছেন।