logo
আপডেট : ২৩ এপ্রিল, ২০২২ ১৬:২০
ক্রেস্ট নয়, বই দিলে তা পড়তে পারব: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ব্যুরো




ক্রেস্ট নয়, বই দিলে তা পড়তে পারব: পররাষ্ট্রমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘এমন একটা অবস্থা যেখানেই যাই শুধু ক্রেস্ট পাই, আপনারা ক্রেস্ট দেওয়া বন্ধ করুন। পারলে বই দিন। বই দিলে তা পড়তে পারব।’

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) ২০২০- ২০২২ সালে নবযোগদানকৃত নার্সদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোতে হাসপাতালের সামনে দৃষ্টিনন্দন বাগান ও গাছ রয়েছে। সেগুলো দেখে এবং বাগানে বসে অনেক রোগী মানসিক প্রশান্তি পায়, শরীর-মনের অনেক উন্নতি ঘটে। আমাদের ওসমানী হাসপাতালেও এরকম বাগান তৈরির উদ্যোগ নেওয়া হবে।’

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওমেকের বিএনএ সভাপতি শামিমা নাসরিন।

সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় প্রমুখ।

পরে সিলেট জেলা অডিটোরিয়ামে নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষদের মধ্যে আর্থিক অনুদান দেন পররাষ্ট্রমন্ত্রী।