logo
আপডেট : ২৫ এপ্রিল, ২০২২ ০০:০৫
রোজায় মুখের দুর্গন্ধ রোধ করতে

রোজায় মুখের দুর্গন্ধ রোধ করতে

পবিত্র রমজানে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়। দাঁতেরও নানা রকমের সমস্যা দেখা দেয়। কয়েকটি বিষয় মেনে চললে আপনি রোজা রেখেও মুখের দুর্গন্ধ এড়াতে পারবেন। এ জন্য মুখের পরিচ্ছন্নতা জরুরি। চলুন তবে জেনে নিন রমজানে মুখের দুর্গন্ধ দূর করতে কী কী করবেন-


*সাহরির পরে ভালো করে দাঁত ব্রাশ করুন। ব্রাশ করলেই দাঁতের প্রায় ৬০ শতাংশই পরিষ্কার হয়। এরপর ভালো করে কুলি করবেন।


* অনেকেই জিহ্বা পরিষ্কার করেন না। এর ফলেও কিন্তু মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তাই দৈনিক জিহ্বা পরিষ্কার করাও জরুরি।


* ঘুমানোর আগে মুখে মেন্থল গাম ব্যবহার করুন।


* খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এ জন্য ফ্লস ব্যবহার করুন।


* ধূমপান ত্যাগ করুন।


* গোলাপ জল দিয়ে গার্গল করলেও এ সমস্যা দূর হবে।


* সাহরিতে খুব বেশি দুগ্ধজাত খাবার খেলে মুখে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে।


* স্বাস্থ্যকর ও সুষম খাদ্য খান। তীব্র স্বাদযুক্ত বা মসলাদার খাবার এড়িয়ে চলুন।


* চিনিযুক্ত খাবার ও পানীয় দাঁতের ক্ষতি করে এবং মুখের ব্যাকটেরিয়া বাড়ায়। তাই এগুলো পরিহার করুন।