logo
আপডেট : ২৫ এপ্রিল, ২০২২ ০৯:৪৫
বাটার অভিনব প্রতারণা
রাজশাহী ব্যুরো

বাটার অভিনব প্রতারণা

এক স্যান্ডেলে ডাবল স্টিকারে মূল্য নির্ধারণ

রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় বাটা বিক্রয় কেন্দ্রে ট্যাগের স্টিকারে এক জোড়া স্যান্ডেলের দাম ১ হাজার ২৯৯ টাকা লেখা ছিল। কিন্তু স্টিকারটি তুলতেই সেখানে আরেকটি স্টিকার দেখা যায়। তাতে দাম লেখা ছিল ৯৯৯ টাকা। মূলত ক্রেতাদের বোকা বানিয়ে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল বাটা।

অন্যদিকে আরেক জোড়া স্যান্ডেলে ৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার বসিয়ে বাড়তি ২০০ টাকা আদায় করছিল বাটা প্রতিষ্ঠানটি। এ কারণে মূল্য কারসাজির অভিযোগে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকার বাটা বিক্রয় কেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত রোববার সকাল সাড়ে ১০টায় শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেন।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গত ২২ এপ্রিল নগরীর নিউমার্কেট এলাকার বাটার ওই বিক্রয় কেন্দ্রটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়। এ সময় দুটি মডেলের স্যান্ডেলে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ওই স্যান্ডেল জব্দ করে বাড়তি মূল্য নেওয়ার কারণ ব্যাখ্যা করতে সংশ্লিষ্টদের রোববার বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়।

শুনানিতে বাটার প্রতিনিধি উপস্থিত হলেও এ ঘটনার সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে নগরজুড়ে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ভোক্তা অধিকার কর্মকর্তা হাসান-আল-মারুফ।