রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় ‘ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে’ দগ্ধ আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) বাঁচলেন না। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিড়ির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৫ এপ্রিল) ভোরে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, করিমের শরীরের ৫৪ শতাংশ ও খাদিজার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে আজ ভোরে তাদের মৃত্যু হয়েছে। তাদের দেড় বছরের মেয়ে ফাতেমা আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
স্বজনরা জানান, তাদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় করিমের একটি মুদি দোকান রয়েছে।
খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, আইসিইউতে ভোররাত সাড়ে ৪টায় মারা যান খাদিজা। তার এক ঘণ্টা পর মারা যান করিম। তাদের মৃতদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগরে নিয়ে যাওয়া হবে।
২০ এপ্রিল দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪তলা বাড়ির নিচ তলাতে ওই বিস্ফোরণ হয়। এতে দগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে যান বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান।
তিনি জানান, রাতে বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তারা দেখেন, আগুন জ্বলছে। এসময় দগ্ধ তিনজন দৌড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। আগুনও নিভিয়ে ফেলেন তারা।
মোহাম্মদ হাসান জানান, ওই বাসায় ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পেয়েছেন। তাদের ধারণা, ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়।