logo
আপডেট : ২৫ এপ্রিল, ২০২২ ১৫:৫৪
জায়েদ-নিপুণ দ্বন্দ্ব: আপিল ‍শুনানি ২৩ মে
আদালত প্রতিবেদক

জায়েদ-নিপুণ দ্বন্দ্ব: আপিল ‍শুনানি ২৩ মে

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান-নিপুণ মামলার আপিল শুনানির জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।

সোমবার (২৫ এপ্রিল) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেছে।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

এর আগে, গত ১৩ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে মেনে চলতে নিপুণ আক্তার ও জায়েদ খানকে নির্দেশ দেয়।