দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাসফাঁস করছেন মানুষ। কাঠফাটা রোদ থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন ছায়ায়। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ তাপদাহের প্রভাব পড়েছে রাজশাহীতেও।
বৃষ্টিপাতের ফলে রাজশাহীতে একদিন গরম কমেছিল। তবে জেলায় আজ সোমবার মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিন দুপুর ৩টায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত ১৫ এপ্রিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, তীব্র এই তাপদাহে জেলায় তাপমাত্রা আরো বাড়তে পারে। এমনকি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আব্দুস সালাম বলেন, ‘গত ১৫ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০ এপ্রিল ভোরে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২২ এপ্রিল এক দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এরপর আবহাওয়া ঠাণ্ডা ছিল।
‘তবে গত রোববার আবারো তাপমাত্রা বেড়ে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে। আজ সোমবার তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি আরো বলেন, ‘তাপমাত্রা আরো বাড়তে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।’