আপডেট : ২৬ এপ্রিল, ২০২২ ১০:৫৭
চোরাই মুঠোফোন কেনাবেচা: গ্রেপ্তার অর্ধশতাধিক, উদ্ধার হাজারের বেশি সেট
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই মুঠোফোন কেনাবেচায় জড়িত একটি চক্রের হোতাসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে IMEI নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল ফোন, ট্যাব ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ।