logo
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২ ২০:৫৫
সুখবর দিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী!
কূটনৈতিক প্রতিবেদক

সুখবর দিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী!

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

সুখবর দিতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এমন প্রত্যাশা নিয়ে তার অপেক্ষায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে খবরটা কী হতে পারে সে বিষয়ে প্রকাম্যে কিছু বলতে চাননি তিনি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আভাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে উভয় দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হবে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও থাইল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় যোগাযোগের বিষয়ে আলোচনা হবে। আমরা আরও বেশি বাণিজ্য বাড়াতে চাই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সুখবর সম্পর্কে জানতে চাইলে মোমেন বলেন, তিনি একটা সুখবর আনবেন এমনটা প্রত্যাশা করছি তবে সেই সুখবরটি কি সেটি আমি জানি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর আগেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবার হয়তো সফরের দিনক্ষণসহ আমন্ত্রণ জানানো হবে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি। তারা যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।