logo
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২ ২১:০২
সাভারে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপ লাইনে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনায় এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম।

এ ব্যাপারে আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘পেট্রোবাংলার জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাভার আওতাধীন সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘ঈদের ছুটির ওই সময়ে গ্যাস ব্যবহারের চাপ অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক কম থাকে। তাই পাইপ লাইনগুলোর সংস্কারে কাজ করাটা সহজ হয়। এজন্য সবদিক বিবেচনা করে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওই সময়টিকে নির্ধারণ করা হয়েছে।’