logo
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২ ২১:১০
নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর হাইকোর্টে জামিন
নিজস্ব প্রতিবেদক

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় নিউমার্কেট থানা যুবদলের সভাপতি আমির হোসেনসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৬ এপ্রিল) এ আদেশ দেন।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ২০ এপ্রিল রাতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। মামলা দুটিতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য রয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হন।