logo
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২ ১১:৩০
সিংহভাগ শেয়ারের দর বেড়েছে
নিজস্ব প্রতিবেদক

সিংহভাগ শেয়ারের দর বেড়েছে

ডিএসই ও সিএসইর লোগো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ এপ্রিল) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে। বাড়তে দেখা যাচ্ছে বাজার মূলধনও। বেড়েছে লেনদেন হওয়া সিংহভাগ শেয়ারের দর।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছিল ৬ হাজার ৬৭৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির শেয়ারদর। লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে কপারটেক, বিডি কম, আনোয়ার গ্যালভানাইজিং, ইমামবাটন, সিমটেক্স, অলটেক্স, মনোজপুল পেপার, দুলামিয়া কটন, এপেক্সফুটসহ কিছু কোম্পানি।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। সিএসইতে বাড়তে দেখা যাচ্ছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। বেলা ১১টা পর্যন্ত সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।