logo
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২ ১৩:৪৪
শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৫ কেজির বেশি সোনা
নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল ৫ কেজির বেশি সোনা

উদ্ধারকৃত সোনার বার। ছবি- ভোরের আকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়াশরুমের ময়লার ঝুড়ি থেকে পাঁচ কেজির বেশি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়, যেগুলোর বাজারমূল্য প্রায় পৌনে চার কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাস্টমস গোয়েন্দা দলের সকালের শিফটের ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকার জানিয়েছেন, মহাপরিচালক কাছে গোপন সংবাদ আসে বিমানবন্দরে সোনা চোরাচালান হতে পারে। তার নির্দেশনা মোতাবেক বিমানবন্দরের সকালের শিফটের কাস্টমস গোয়েন্দা দলের সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। নজরদারি করতে থাকেন। এরই এক পর্যয়ে ওয়াশরুমের ময়লার ঝুড়িতে দুটি বান্ডেলে ৪৬ পিস সোনার বার পাওয়া যায়, যেগুলোর ওজন ৫.৩৫৯ কেজি)।

শাকিল খন্দকার বলেন, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩.৭৫ কোটি টাকা। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের জন্য সোনার বারগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।